কক্সবাজারে হোটেলে এক নারীকে খুনের অভিযোগে চট্টগ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান। শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারীর উপজেলার চৌধুরীহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মোস্তাফিজুর বাগেরহাট জেলা সদরের আবদুল জব্বারের ছেলে।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, গত ১৪ ফেব্রুয়ারি কক্সবাজারের একটি হোটেলে এক নারীকে স্ত্রীর পরিচয় দিয়ে রুম ভাড়া নেন মোস্তাফিজ। পরে তাকে হত্যা করে হাটহাজারীতে পালিয়ে আসেন। প্রযুক্তির সহায়তা শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ‘নিহত ওই নারীর সাথে তার পরকীয়ার ছিল। তবে তার বিষয়ে বিস্তারিত জানেন না মোস্তাফিজ। গত ১৪ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠেন তারা। হোটেল কক্ষে বাক-বিতন্ডের এক পর্যায়ে ওই নারীকে হত্যা করে। তার পরিচয় নিশ্চিত না হওয়ায় আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে অজ্ঞাত হিসেবে ওই নারীকে দাফন করা হয়।’
বিডি প্রতিদিন/এএম