চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিআরবি রেলওয়ে হাসপাতালের করিডোর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে ওই নবজাতকের নাম-পরিচয় জানা যায়নি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানিয়েছেন, রেলওয়ে হাসপাতালের করিডোরে এক নবজাতকের মরদেহ পড়েছিল। মরদেহটিকে একটি কুকুর টানা হেঁচড়া করতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নবজাতকদে দেখে বয়স একদিনের মতো মনে হয়েছে।
বিডি প্রতিদিন/এএম