চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলকখালের পাড় থেকে ছোটন কুমার দাস (৩৫) নামে এক মুদি দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছোটন স্থানীয় জমিদারটিলা এলাকার রণজিত কুমার দাশের ছেলে। সোমবার রাতে তার লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশের পাশে একটি রক্তমাখা ছুরি পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম