চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে মো. ইব্রাহিম (২৬) ও মো. সাকিব (২৩) নামের দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে হালিশহর এলাকা থেকে তাদের আটক করে র্যাব। আটককৃতরা ওই কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণের শিকার ওই কিশোরী একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। আড়াই মাস আগে সিএনজি চালক ইব্রাহিমের সাথে তার পরিচয়ের সূত্র ধরে প্রেমের প্রস্তার দেয়। গত ২৫ জানুয়ারি তাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে পতেঙ্গা সমুদ্র সৈতক এলাকায় নিয়ে যায় ইব্রাহিম। এরপর ইব্রাহিম ওই কিশোরীকে পতেঙ্গা এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করে ইব্রাহিমের সহযোগী সাকিব। তার সহযোগিতায় ইব্রাহিম ওই কিশোরীকে ধর্ষণ করে। এরপর কাউকে না জানাতে ভয় দেখিয়ে চলে যায়। পরে ওই কিশোরী বিষয়টি তার পরিবারকে জানালে তিনি র্যাবের কাছে অভিযোগ করেন। এরপর র্যাব অভিযুক্ত দুইজনকে আটক করে।
আটক ইব্রাহিমের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে এবং সাকিবের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। তাদের হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত