চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আহমদ হোসেন (৭০) নামে এক মুক্তিযোদ্ধাকে খুঁটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম জানান, ভুক্তভোগী মুক্তিযোদ্ধার জায়গা জোরপূর্বক দখল করে দেয়াল তোলাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। জায়গাটি নিয়ে আদালতে মামলা চলমান আছে। তিনি (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে দেয়াল অপসারণ করেছেন। ইউএনও জানান, এই ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের মেয়ে মাজেদা বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। ইতিমধ্যে অভিযুক্ত লোকমান হাকিমের স্ত্রী নাহিদা সুলতানাকে গ্রেফতার করা হয়েছে। লোকমান ও তার দুই পুত্র পলাতক। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল