চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় মার্কেটে অগ্নিকাণ্ডে মো. ইদ্রিস (৫০) নামে একজন মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের পশ্চিম পাশে টিনশেডের ওই মার্কেটে আগুন লাগে। ইদ্রিস ওই মার্কেটের একটি মেশিনারিজের দোকানে চাকরি করতেন। তার বাড়ি রাউজানের উরকিরচরে।
নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আশপাশের প্রিন্টিং প্রেসের দোকান ও পাশের তিনতলা ভবনে ছড়িয়ে পড়ে। এ ভবনে একটি দোকানে রাসায়নিক পদার্থ মজুদ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ইদ্রিস আগুনে গুরুতর দগ্ধ হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দকাননের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিট এক ঘন্টার বেশি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে বুধবার সকালে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ভবনটি পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম