চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহত ব্যক্তির নাম মো রুবেল।
শুক্রবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস ইন্দ্রপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকার নুরুল আনোয়ারের ছেলে।
পটিয়া হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে কক্সবাজারমুখী একটি বাসের সাথে চট্টগ্রামমুখী একটি লোকাল বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের চমেক হাসপাতাল এবং স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ