চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকা ট্রাকের ধাক্কায় আকরাম শেখ (৩৫) নামের একজন ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আকরাম শেখ বাগেরহাট জেলার কামদা পাড়ার লেদু শেখের ছেলে। তিনি থাকতেন হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায়।
রাউজান হাইওয়ে থানা পুলিশের এসআই ডালিম হোসেন জানান, ভোর ৬টার দিকে ধোপার দিঘির পাড় এলাকায় নিজের ভ্যানগাড়ি নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ