চট্টগ্রামের সাতকানিয়ায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। শনিবার ভোরে উপজেলার কাঞ্চনা গ্রামে এ ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, শনিবার ভোর রাতে মধ্যম কাঞ্চনা গ্রামের প্রদীপ দত্তের বাড়িতে চুরি করতে যায় কয়েকজন চোর। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলেও প্রদীপ ও তার ছেলে শিমুলকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চোর চক্রের সদস্যরা। এলাকাবাসী একজনকে আটক করে গণধোলায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম