বিএনপির ডাকা সারাদিনের হরতালের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ। রবিবার চট্টগ্রাম মহানগর যুবলীগের সহসভাপতি দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে নগরীর বন্দর পোর্ট কলোনি নতুন মার্কেট থেকে শুরু হয়ে নিমতলা বিশ্ব রোড, ফকির হাট ঘুরে কাস্টম হাউস মোড় হয়ে পুরাতন পোর্ট মার্কটে সমাবেশের মাধ্যমে মিলিত হয়।
ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকের আহমেদ খোকনের সভাপতিত্বে বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, শ্রমিক লীগ নেতা সৈয়দ আহমেদ বাদল, খ ম এয়াকুব, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, এফ এ চৌধুরী বাদল, সাাইফুর রহমান সোহেল, মোঃ লোকমান, ইমতিয়াজ বাবলা, জাহিদ খোকন, ফরহাদ আবদুল্লাহ, মোঃ ইসমাইল, মাকসুদুল আলম জিকু, সাজ্জাদ আলী জুয়েল, এমরান, শরীফ, সালাউদ্দীন, অর্জুন দাশ, সোহেল রানা, জিয়া উদ্দীন ম্ন্নুা, সাজিবুল ইসলাম সজীব, শাহজাহান খান বাপ্পা প্রমুখ।
এসময় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এবং বিএনপির হরতালকে প্রতিহত করার জন্য নেতা-কর্মীদের মাঠে থাকার আহব্বান জানান।
বিডি প্রতিদিন/নাজমুল