চট্টগ্রামে বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঢিলেঢালাভাবে পালন হয়েছে। কয়েকটি জায়গায় পিকেটিং করলেও দলটির দায়িত্বশীল কোন নেতাকে রাজপথে দেখা যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি স্থানে বিএনপি নেতাকর্মীরা পিকেটিং করলে ধাওয়া করে আটক করেছে ২০-২৫ জন নেতাকর্মীকে।
মঙ্গলবার অবরোধের প্রথম দিনে নগরী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। আন্তঃনগর বাস ও অনান্য পরিবহনও ছিল হাতেগোনা। ফলে এদিন অফিসগামী ও পথচারীদের ভোগান্তি পোহাতে হয়েছে।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান বলেন, অভ্যন্তরীণ রুটের গাড়ি চললেও নিরাপত্তার শঙ্কায় চলছে না দূরপাল্লার বাস। মঙ্গলবার সকালে ও গতকাল রাতেও কয়েকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যার কারণে শঙ্কায় রয়েছেন বাস মালিকেরা।
নগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক বলেন, কিছুক্ষণ আগে বেশ কয়েকটি গাড়ি, প্রাইভেট কার ভাঙচুর ও ভাঙচুরের চেষ্টার প্রেক্ষিতে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সোমবার রাতে নগরীর জিইসি এলাকার একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এরপর থেকে বাস মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যার কারণে অবরোধের প্রথম দিনে চট্টগ্রাম থেকে কোন দূর পাল্লার বাস চলাচল করেনি। নগরীর বিভিন্ন আন্তঃজেলা টার্মিনাল ঘুরে বড় বড় বাস ও চেয়ারকোচগুলোকে ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এরমধ্যে ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় একটি লোকাল বাসে যাত্রী বেশে উঠে আগুন লাগিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়াও অক্সিজেন এলাকায় পার্কিং অবস্থায় রাখা একটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম থেকে ঢাকা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কুমিল্লাসহ দেশের ১১৭টি রুটে নিয়মিত যানবাহন ছাড়ে। এর মধ্যে ৭-৮টি রুটে যানবাহনের সংখ্যা বেশি। নগরের বিআরটিসি বাস টার্মিনাল, শুভপুর বাস স্ট্যান্ড, কদমতলী বাস স্ট্যান্ড, তৃতীয় কর্ণফুলী সেতু এলাকা, একে খান মোড়, অলংকার, বহদ্দারহাট বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকা থেকে এসব যানবাহন ছেড়ে যায়নি।
এদিকে, নগরীর আকবরশাহ এলাকায় গাড়ি ভাঙচুর ও ভাঙচুরের চেষ্টার অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদের নিয়ে অভিযান চালিয়ে সিটি গেটের রাস্তার উপর থেকে ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এছাড়াও বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরীকে সোমবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলা সদর থেকে আটক করেছে পুলিশ। তাকে গত সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত