চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় নিহত হয়েছেন স্বামী ও স্ত্রী। আহত হয়েছেন তাদের এক সন্তানও। সোমবার রাত নয়টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সরফভাটা এলাকার ফজর বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই দম্পতিার নাম স্বামী আমির হোসেন (৬০) ও স্ত্রী জুলেখা বেগম (৫৫)। আহত তাদের সন্তান জসিম উদ্দীন (৩৫)।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা হাসান বলেন, পূর্ব শত্রুতার জেরে দূবৃৃত্তরা রাতে ওই পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেনি, তারপরও আমরা বিষয়টি দেখছি।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মোনাফ জানান, রাত ৯টার দিকে একদল সন্ত্রাসী ছৈয়দুরখীল গ্রামের ফজর বাপের বাড়িতে বৃদ্ধ আমির হোসেনের বাড়িতে অতর্কিত হামলা করে। এতে তাঁরা বৃদ্ধ আমির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে।এছাড়াও বৃদ্ধ আমির হোসেনকে বাঁচাতে তার স্ত্রী জুলেখা ও ছেলে জসিম উদ্দিন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।
আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাত ১১টার দিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার নিহত বৃদ্ধের স্ত্রী জুলেখা বেগমও মারা গেছে।
বিডি প্রতিদিন/এএম