চট্টগ্রামে মাদক মামলায় এক যুবতীকে পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। দন্ডপ্রাপ্ত ওই যুবতীর নাম হামিদা বেগম। বুধবার মামলার এ রায় প্রদান করে ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুইয়ার আদালত।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নোমান চৌধুরী বলেন, ইয়াবা বহন মামলায় ৪ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হামিদা বেগম নামে এক যুবতীকে ৫ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। হামিদাকে সাজা পরোয়ানা মূলে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ২০১৬ সালের ১৬ জুন ১ হাজার পিস ইয়াবাসহ হামিদাকে গ্রেফতার করে কর্ণফুলী থানা পুলিশ। একই বছরের ১৫ জুলাই মামলার অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। ২০২০ সালের ৬ ডিসেম্বর মামলার বিচার কার্য শুরু করেন আদালত। আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ হওয়ায় এ রায় প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএম