চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৫টি থানার ওসি সহ সাতটি পদে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
নগরীর কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবিরকে চান্দগাঁও থানায়, পুলিশ পরিদর্শক এস এম ওবায়েদুল হককে কোতোয়ালী থানার ওসি, বাকলিয়া থানার ওসি আবদুর রহিমকে সিটিএসবিতে, পতেঙ্গা থানার ওসি আফতাব হোসেনকে বাকলিয়া থানায়, সিটিএসবির পরিদর্শক কবিরুল ইসলামকে পতেঙ্গা থানায় ওসি, চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলামকে ডিবিতে ও পুলিশ লাইন থেকে সাজেদুল কবিরকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত