চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বঙ্গবন্ধু টানেল সড়কের পাশে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বঙ্গবন্ধু টানেল সড়কের পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ জানান, প্রায় ১৫-১৬ বছরের ওই কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম