চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে হৃদয় নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার দুপুরে নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, মঙ্গলবার দুপুরে অজ্ঞাতনামা ব্যক্তি হৃদয়কে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি বলেন, কি কারণে এবং কারা এ হত্যাকাণ্ড করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। এছাড়া হৃদয়েও বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার এবং হৃদয়ের পুরো পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ করছে।
বিডি প্রতিদিন/এএম