চট্টগ্রামের পটিয়ায় একটি করলা ক্ষেত থেকে মোহাম্মদ নুরুল ইসলাম (৪৮) নামে এক বাবুর্চির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ছনহারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শ্রীমতি খাল সংলগ্ন ভট্টাচার্য্য রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ নুরুল ইসলাম উপজেলার ওই ওয়ার্ডের আকবর সিকদার পুরাণ বাড়ি বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ভাত খাওয়ার পর কাজের উদ্দেশ্য ঘর থেকে বের হন তিনি। কাজ শেষে রাত সাড়ে ১০টার দিকে হোটেল থেকে বের হন। কিন্তু ঘরে আসেননি। তারপর সকালে তার মরদেহ পাওয়া যায়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, 'উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।'
বিডি প্রতিদিন/মুসা