চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুটি স্থাপনা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট ভাই শেখ রাসেলের নাম বাদ দেওয়া হয়েছে। নাম পরিবর্তন করে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সিটি করপোরেশ।
এর আগে গত ১৬ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বিগত সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে সিটি করপোরেশনের সড়ক, ভবন ও স্থাপনার নামকরণ পরিবর্তনের জন্য চিঠি দেওয়া হয়। এরপর স্থাপনার বিদ্যমান নাম পরিবর্তন এবং নতুন নামকরণের বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়কে চিঠি দেয় চসিক।
চসিক সূত্রে জানা যায়, নগরের ‘জননেত্রী শেখ হাসিনা’ সড়কের নাম পরিবর্তন করে বিমানবন্দর সড়ক করা হয়েছে। ২০২৩ সালের মার্চে নগরের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত বিমানবন্দর সড়ক ও ভিআইপি সড়ককে ‘জননেত্রী শেখ হাসিনা’ সড়ক নামকরণ করা হয়েছিল। তাছাড়া, নগরের আমবাগানে শেখ রাসেল পার্ককে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের নামে ‘শহীদ ওয়াসিম আকরাম পার্ক’ করা হয়েছে। চসিক ২০১৯ সালে ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে এই উদ্যানটি করেছিল।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, নাম পরিবর্তন করে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল