চট্টগ্রাম নাশকতার পরিকল্পনার সময় ছয় জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: মো. ইসহাক, মো. মহিউদ্দিন, মো. ওমর ফারুক, নিজাম উদ্দিন, আব্দুল হক ও জালাল আহমেদ।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, ‘জামায়াত ইউনিট সভাপতি মো. ওমর ফারুকের বাসায় গোপন বৈঠক হচ্ছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে জামায়াতের ছয় নেতাকে গ্রেফতার করা হয়। তাদের নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৫/ রশিদা