রাজশাহীতে মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর তেরখাদিয়া মসজিদুল আবরার মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম আসাদুল্লাহ আল গালিব। গালিব নগরীর শ্যামপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। সে ওই মাদ্রাসায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে, বেত্রাঘাতের কারণে শিক্ষক হাফেজ এমরান হোসেনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। শিক্ষক বর্তমানে রাজপাড়া থানায় পুলিশ হেফাজতে রয়েছে।
আহত শিক্ষার্থী গালিব জানায়, রাত সাড়ে ১০টার দিকে সে বাথরুমে যেতে চাইলে শিক্ষক এমরান তাকে বেত দিয়ে পেটানো শুরু করেন। এসময় বেশ কয়েকটি বেত দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়।
গালিবের পিতা মোসলেম উদ্দিন জানান, তার ছেলের চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করেন। পরে স্থানীয়রা অমানবিক নির্যাতনের কারণে শিক্ষক এমরানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এবং ছেলে গালিবকে রামেক হাসপাতালের এক নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। গালিবের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, শিক্ষক এমরানকে ক্ষুব্ধ জনতা পুলিশের কাছে সোপর্দ করেছেন। আহত শিক্ষার্থীর বাবা এখনও থানায় অভিযোগ করেননি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৫/ রশিদা