দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করতে মন্ত্রিসভার নেওয়া সিদ্ধান্ত বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
রবিবার সুপ্রিমকোর্টের আইনজীবী মো. ইউনুচ আলী আকন্দ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশ অনুযায়ী ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করা হবে বলে জানান ইউনুচ আলী।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয়ভাবে সম্পন্ন করার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৫/মাহবুব