নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর চট্টগ্রামের সংগঠক মিনহাজুল ইসলাম সজিবকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদের এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, ''কর্ণফুলী থানায় দায়ের হওয়া বিষ্ফোরক ও অস্ত্র আইনের মামলায় সজিবকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।''
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বাবুল আকতার জানান, সজিবকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার হেফাজতে আনবে গোয়েন্দা পুলিশ।
প্রসঙ্গত, শুক্রবার টাঙ্গাইল জেলার নাগরপুর থেকে মিনহাজুল ইসলাম সজিবকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে কর্ণফুলী থানায় দায়ের হওয়া বিষ্ফোরক ও অস্ত্র আইন মামলায় গ্রেফতার দেখানো হয়।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৫/ এস আহমেদ