মুসলিম সম্প্রদায়ের আশুরার তাজিয়া মিছিল এবং হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা একই দিন হওয়ায় ধর্মীয় আনুষ্ঠানিতা পালনে আলাদা সময় বেঁধে দিয়েছে পুলিশ। শুক্রবার মুসলিমরা শোকাবহ আশুরার তাজিয়া মিছিল বের করবে আর ওই একই দিন দুর্গাপূজার প্রতিমা বিসর্জন করবে হিন্দুরা। রবিবার পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশ পূজা আয়োজক কমিটির সঙ্গে আলোচনা করে প্রতিমা বিসর্জনের সময় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেঁধে দিয়েছে। এরপর সন্ধ্যা ৭টা থেকে দিবাগত রাত পর্যন্ত তাজিয়া মিছিল করা যাবে।
এছাড়া জুমার নামাজ আদায়ের সুবিধার্থে শুক্রবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত পূজার শোভাযাত্রা না করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে মহানগর পুলিশ।
পুলিশ জানিয়েছে, পুরান ঢাকারওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য সকাল ১০টার আগে শোভাযাত্রা নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে জড়ো হতে হবে। এবার ঢাকার ২২২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবার রাজধানীতে মণ্ডপে ৬ হাজারেরও বেশি পুলিশ এবং আশুরায় দুই হাজারের বেশি পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান, যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, কৃষ্ণপদ রায়, উপ কমিশনার মুনতাসিরুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর, ২০১৫/ রশিদা