চট্টগ্রামের হালিশহর থানা এলাকায় বাসায় ঢুকে চট্টগ্রাম মেডিকেল কলেজের এক শিক্ষককে কুপিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে নগরীর হালিশহর থানার রঙ্গিপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত তারেক শামস চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন প্রভাষক। তিনি চট্টগ্রামের জ্যেষ্ঠ চিকিৎসক ডা. শামসুল আলম ও আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলমের ছেলে।
জানা যায়, সোমবার ভোরে রঙ্গিপাড়া এলাকায় হামলার শিকার হন তারেক। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার আঘাত গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
থানা সূত্রে খবর, রঙ্গিপাড়ার দুইতলা বাড়িতে স্ত্রীসহ বাবা-মায়ের সঙ্গে থাকেন ডা. তারেক। স্ত্রী বাসায় ছিলেন না বলে রবিবার রাতে বাড়ির নিচতলায় তিনি একা ছিলেন। তার বাবা-মা ছিলেন দ্বিতীয় তলায়। ভোর ৫টার দিকে কয়েকজন দুর্বৃত্ত দরজায় টোকা দিলে তারেক দরজা খুলে দেন। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার হাতে ও মাথায় কুপিয়ে পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর, ২০১৫/ রশিদা