শেখ কামাল আর্ন্তজাতিক ক্লাব কাপ ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহনকারী দলগুলোকে সংবর্ধনা দিয়েছে টুর্নামেন্ট আয়োজক চট্টগ্রাম আবাহনী। এতে অংশগ্রহনকারী দলের খেলোয়াড়-কর্মকর্তারা ও চট্টগ্রামের ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তার এতে অংশ নেন। পরে অংশগ্রহনকারী দলগুলোকে ক্রেস্ট তুলে দেয়া হয়।
শনিবার রাতে চট্টগ্রামের একটি অভিজাত রেস্টুরেন্ট এ সংবর্ধনার দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব সামশুল হক চৌধুরী এমপি, চীফ কো অর্ডিনেটর তরফদার রুহুল আমিন, সিএমপি কমিশনার আবদূল জলিল মন্ডলসহ সংগঠকরা।
বিডি-প্রতিদিন/ ২৫ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন