রাজধানীর দারুসসালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা হত্যা মামলায় পাঁচ আসামিকে ছয়দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ডকৃত আসামিরা হলেন- শেখ রফি আহমেদ, ইউনুস আলী, মাসুদ রানা, খন্দকার মেহেদী হাসান ও শফিকুর রহমান।
গত ২ অক্টোবর রাতে এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করতে গেলে এএসআই ইব্রাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৫/ এস আহমেদ