চট্টগ্রাম নগরী ও জেলায় পৃথকভাবে শীর্ষ শিবির নেতাসহ ২৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এতে নগরীর বাকলিয়ায় ছাত্রশিবির নেতা ইসমাইল (৩০) ও সাইদুর রশীদ (২৮) নামের দুই শীর্ষ নেতাও রয়েছে।
নাশকতার পরিকল্পনার অভিযোগে সোমবার ভোরে বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকার একটি বাসা থেকে অভিয়ান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন।
গ্রেফতারকৃত ইসমাইলের বাড়ি সাতকানিয়ায়। তিনি ২০১১-২০১২ সালে চট্টগ্রাম মহানগর (উত্তর) শাখা ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। বাঁশখালীর শাইদুর নগরীর ছাত্রশিবিরের দায়িত্বশীল পদে ছিলেন বলে ওসি জানান।
এছাড়া রবিবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৬ কর্মীসহ ২৩৭ জনকে গ্রেফতার করেছেন বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান। তিনি বলেন, সব উপজেলায় একযোগে অভিযান চালানো হয়েছে। এতে সাতকানিয়া, লোহাগাড়া, বাশখালি থেকে শিবির নেতাও গ্রেফতার করা হয়েছে। কয়েকটি উপজেলায় আটককৃতদের যাচাই-বাছাই চলছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১০ জন জামায়াত, ৬ জন শিবির কর্মী, নিয়মিত মামলার ১২ জন এবং পরোয়ানামূলে আসামি ২০৯ জন।
এছাড়া অভিযানে ৭৪ পিস ইয়াবা, ২২ লিটার চোলাই মদ এবং আড়াই’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৫/ রশিদা