নগরীর কর্ণফুলী থানার ফকিন্নির হাট এলাকায় তল্লাশি চলাকালে একটি সিএনজি অটোরিকশা থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এসময় ড্রাইভার পালিয়ে গেলেও অটোরিকশাটি জব্দ করা হয়। সোমবার সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফকিন্নির হাট এলাকায় তল্লাশি চালানোর সময় একটি সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো-থ: ১১-৩২৫১) ফেলে ড্রাইভার পালিয়ে যায়। পরে পুলিশ ওই অটোরিকশায় তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এর মালিক ও চালকের সন্ধান বের করতে কাজ করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৫/ রশিদা