তেলের ডিপোতে চুরির প্রস্তুতির সময় নারায়ণগঞ্জের ফতুল্লায় গুলিভর্তি বিদেশি পিস্তলসহ স্বপন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ফতুল্লার যমুনা ডিপো গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া ও মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে গুলিবর্ষণসহ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্বপন ফতুল্লার ফাজিলপুর এলাকার আল ইসলামের ছেলে। সে ফাজিলপুরের স্বপন বলে এলাকায় পরিচিত, জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা-১ জানান, বুড়িগঙ্গা নদীর পূর্ব তীরে ফতুল্লার যমুনা ডিপো গেইট এলাকায় স্বশস্ত্র অবস্থায় নদীতে নোঙর করা সরকারি জাহাজ থেকে তেল চুরির প্রস্তুতি নেওয়ার সময় স্বপনকে গ্রেফতার করা হয়। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৫/ এস আহমেদ