রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ মীর আব্দুল কাইয়ুম ডরমেটরি থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ডরমেটরির ছাদ থেকে ককটেলটি উদ্ধার করা হয় ।
ডরমেটরির একজন কর্মচারী বলেন, মঙ্গলবার সকালে প্রাত্যহিক কাজের জন্য ডরমেটরির ছাদে উঠে ককটেল সদৃশ বস্তু দেখে পুলিশে খবর দেয়া হয়। তারা এসে এটি উদ্ধার করে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, কে বা কারা ককটিলটি ডরমেটরির ছাদে রেখেছে তা জানা যায়নি। তবে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ককটেলটি কে বা কারা রেখেছে সে সম্পর্কে জানা যায়নি। তবে ক্যাম্পাসে আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এ কাজ করতে পারে।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৫/ রশিদা