বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাকারী প্রতিষ্ঠান ও দলগুলোকে ষড়যন্ত্রকারী বলে গালাগাল করা হচ্ছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দশম জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে গণতান্ত্রিক সংকটের সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণেরও কোনো চেষ্টা করা হচ্ছে না। সব কিছুতেই বিরোধীদল কিংবা সরকারের কর্মকাণ্ডের সমালোচনাকারী প্রতিষ্ঠানগুলোকে ষড়যন্ত্রকারী বলে গালাগালি করা হচ্ছে।
এ সময় তিনি বর্তমান বিরোধীদলের সমালোচনা করে বলেন, সংসদে প্রকৃত কোনো বিরোধীদল নেই। এটি ফেইক অপজিশন, কথিত অপজিশনকে রেখে যতই গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলা হোক, সেটি গণতান্ত্রিক প্রক্রিয়া নয়।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন