রাজশাহী মহানগরীর গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর রাজপাড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ কামরুল ইসলাম ও আতিকুর রহমান নামের দুই যুবককে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন