গাজীপুরের টঙ্গীর খরতল এলাকায় ইয়াসমিন (৯) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে এ হত্যার ঘটনাটি ঘটে।
নিহত ইয়াসমিন ওই এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে এবং স্থানীয় মনসুর আলী স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে নিহত ইয়াসমিনের বাবা-মা কাজ শেষে বাড়ি ফিরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি পুলিশকে জানালে রাত ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। সেখান থেকে ওই শিশুর মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ইয়াসমিনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বাবা সিদ্দিকুর রহমান বাদী হয়ে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সিদ্দিকুর রহমান খরতল এলাকায় মনসুর আলী মাতব্বরের বাড়িতে সপরিবারে ভাড়া থেকে দিনমজুরের কাজ করেন।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৫/মাহবুব