সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলার দুই আসামিকে জামিন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিভাগের সামনে এ মানববন্ধন থেকে আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান, সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, কাজী মামুন হায়দারসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- সিফাতের শ্বশুর অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রমজান ও শাশুড়ি নাজমুর নাহার নাজলি।
উল্লেখ্য, গত ২৯ মার্চ সন্ধ্যায় মহানগরীর মহিষবাথান এলাকার অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রমজানের বাড়িতে তার পুত্রবধূ আড়াই বছরের এক সন্তানের জননী ওয়াহিদা সিফাতের রহস্যজনক মৃত্যু হয়। ঘটনার চার দিন পর সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার রাজপাড়া থানায় ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন।
ওই মামলায় সিফাতের স্বামী মোহাম্মদ আসিফ ওরফে পিসলী, শ্বশুর মোহাম্মদ হোসেন রমজান ও শাশুড়ি নাজমুন নাহার নাজলিকে আসামি করা হয়।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৫/মাহবুব