সাভারে চলন্ত একটি যাত্রীবাহী বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ যাত্রী দগ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে দগ্ধদের মধ্যে ৬ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, অমিত, খুশা, প্রবিতা, কালাম, শ্রাবন্তি ও বেবী আক্তার।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার জিরানী এলাকা থেকে তিতাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে মিরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল ৪টার দিকে বাসটি রাজফুলবাড়িয়ার জোড়পুল এলাকায় অপর একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের মাঝখানের আইল্যান্ডে উঠে যায়। এ সময় বিকট শব্দে বাসের নিচে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে বাসের ভেতরে থাকা কমপক্ষে দশ যাত্রী দগ্ধ হন। এছাড়া ওই বাসের আরও প্রায় ২০ যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. নাজিম উদ্দিন বলেন, আগুনে দগ্ধ হয়ে তাদের হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুত্বর বলে তিনি জানান।
এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। নিন্মমানের সিলিন্ডার ব্যবহারের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান। এ ঘটনার পরই বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্বভ হয়নি বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/ এস আহমেদ