রাজধানীর মধ্য বাড্ডা লিংক রোডে বাসে ওঠার সময় পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে হরিনাথ দাস (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হরিনাথ উত্তর বাড্ডা বড় বেরাইদ ভুঁইয়াপাড়া এলাকায় থাকেন এবং গুলশানে মুচির কাজ করতেন।
নিহতের ভাতিজা সঞ্জয় দাস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে মধ্য বাড্ডা লিংক রোডে ধীরে চলতে থাকা একটি বাসে উঠতে গিয়ে পড়ে যান হরিনাথ। এ সময় তার শরীরের একাংশ বাসের চাকায় পিষ্ট হয়। দ্রুত তাকে ঢামেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক বাসটিকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৫/মাহবুব