বাংলাদেশের সিলেট ও ভারতের উত্তর-পূর্বাঞ্চল আসামে আজ ভোরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৭। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস একথা জানিয়েছে।
ইউএসজিএস'র তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ২৪১ কিলোমিটার পূর্ব- উত্তরপূর্বে বাংলাদেশ সময় আজ শুক্রবার ভোর ৪টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। আর ভারতের আসামের হাইলাকান্দি শহর থেকে সাত কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানে এটি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবু সাইদ চৌধুরী ভূমিকম্পের কথা নিশ্চিত করেছেন। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৫/শরীফ