ম্যানহোলে পড়ে শিশু নীরবের মৃত্যুর ঘটনায় ৩০ লাখ রিট করেছে বেসরকারি সংগঠন চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশন। আজ রবিবার সংগঠনটির পক্ষে রিটটি করেন আইনজীবী আবদুল হালিম।
গত মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর কদমতলী থানার শ্যামপুর এলাকায় ম্যানহোলের খোলা গর্ত দিয়ে সুয়ারেজ লাইনে পড়ে যায় নীরব। এরপর রাত ৮টা ২৫ মিনিটের দিকে বুড়িগঙ্গা নদীর স্লুইস গেটের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর নীরবকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের ডা. সোহেল তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৫/ রশিদা