রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নের দায়ে মনোবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার এবং সাত শিক্ষার্থীকে লিখিতভাবে সতর্ক করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ৪৬২তম সিন্ডিকেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন: মাধব রায় এবং কনক চন্দ্র পাল। দোষী নয়জন শিক্ষার্থীই মনোবিজ্ঞান বিভাগের ২০১২-২০১৩ সেশনের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ অক্টোবর তারিখে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পাশে ইংরেজী বিভাগের এক শিক্ষার্থীকে উত্যক্ত করে মনোবিজ্ঞান বিভাগের ছাত্ররা। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ কমিটির কাছে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী ওই ছাত্রী।
বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বাণিজ্য অনুষদের ডীন অধ্যাপক আমজাদ হোসেন জানান, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে প্রদানকৃত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে এক বছরের জন্য বহিষ্কার এবং বাকীদেরকে লিখিতভাবে সতর্ক করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৫/ রশিদা