চট্টগ্রামে খদ্দেরের ঘরের চৌকাঠের মাপ নিতে যাওয়ার পথে অপহৃত যুবককে বায়েজিদ এলাকায় এক নারীর বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে অপহরণে যুক্ত ওই নারীসহ দু'জনকে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বায়েজিদ বোস্তামী থানার শের শাহ কলোনির নুর বাহার (৫০) নামের ওই নারীর বাসা থেকে অপহৃত কাজী শহীদুল ইসলাম টিটুকে (৩০) উদ্ধার করা হয়।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, শনিবার ফটিকছড়ির নানুপুরের মেসার্স ফিরোজা টিম্বারের মালিক নুরুল ইসলামের কাছ থেকে ৩০ ঘনফুট চৌকাঠ কেনার জন্য যোগাযোগ করেন বায়েজিদ এলাকার আজাদ।
ঘরের চৌকাঠের মাপ নেওয়ার জন্য রবিবার সকালে নুরুল ইসলাম তার ভাই টিটুকে পাঠালে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাকে অপহরণ করে বায়েজিদের শের শাহ কলোনির নুর বাহারের ঘরে নিয়ে আটকে রাখা হয়। এসময় তাকে মারধর করা হয়। এক পর্যায়ে টিটুর মুক্তির জন্য এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় তার ভাই নুরুল ইসলামের কাছে।
ওসি মহসিন জানান, এ ঘটনা পুলিশকে জানালে গোপন সংবাদে শের শাহ এলাকা থেকে মীর মহসিন রবিন (২০) এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে নুর বাহারকে গ্রেফতার করা হয়।
এসময় নুর বাহারের ঘর থেকে অপহৃত টিটুকে উদ্ধার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ