বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ মারা গেছেন [ইন্না নিল্লাহি ওয়া....]। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার মেয়ে নাহিদ আহমেদ জানিয়েছেন।
গিয়াসউদ্দিন আহমেদের বয়স হয়েছিল ৬৭ বছর। প্রায় এক সপ্তাহ ধরে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি ছিলেন বলে তার শ্যালক নিজামউদ্দিন মাহমুদ জানান। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রবিবার রাত ৯টায় মারা যান বলে তার মেয়ে নাহিদ জানিয়েছেন।
বিসিএস ১৯৭৩ ব্যাচের কর্মকর্তা গিয়াসউদ্দিন আহমেদ ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত বিটিআরসির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/শরীফ