পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার ভর্তি কমিটির টেকনিক্যাল সদস্য ও প্রোগ্রামার মো. ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মেধাতালিকা ও অপেক্ষমান তালিকার সব উত্তীর্ণ শিক্ষার্থীকে আগামী ১৭-২১ ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.pstu.ac.bd) এবং মোবাইলে ফোনের মাধ্যমে জানা যাবে।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/শরীফ