খুলে দেয়া হয়েছে টুইটার, স্কাইপি, ইমো ও ভাইবারসহ বন্ধ থাকা সামাজিক যোগাযোগের সব মাধ্যম ও অ্যাপস খুলে দেয়া হয়েছে। ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে বন্ধ থাকা সামাজিক যোগাযোগের সব মাধ্যম খুলে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। দেশের সব মোবাইল অপারেটর, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েকে (আইআইজি) এসব অ্যাপস খুলে দেয়ার এই নির্দেশ দেওয়া হয়।
গতকাল রবিবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার এবং ইন্টারনেটে সহজে কথা বলার মাধ্যম স্কাইপ ও ইমো বন্ধ করে দেয়া হয়। এর আগে ২২ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক খুলে দেয়া হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ ডিসেম্বর, ২০১৫/ রশিদা