জামিন পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজ 'মজা লস'-এর অ্যাডমিন রেফায়েত আহমেদ। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক জেসমিন আরা বেগম তাঁকে জামিনে মুক্তির আদেশ দেন।
রেফায়েত আহমেদকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ১০ ডিসেম্বর গ্রেফতার করে র্যাব। পরে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করা হয়। একইসঙ্গে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয় রেফায়েতের পক্ষে। আসামির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য-প্রমাণ না পাওয়ায় আদালত জামিন মঞ্জুর করেন।
রেফায়েতের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী নূর মোর্শেদ।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ