রাজধানীর রামপুরা এলাকায় মোল্লা টাওয়ারের সামনে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোরে অজ্ঞাত পরিচয় এক তরুণকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই তরুণ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, নিহত তরুণের বয়স আনুমানিক ১৯/২০ বছর হবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ভোররাতের দিকে সে সড়ক দুর্ঘটনার শিকার হতে পারে।
বিডি-প্রতিদিন/১৫ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ