রাজধানীর পুরানা পল্টনের একটি বাসা থেকে সোমবার রাতে মহিবুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুরানা পল্টনের ৬২/৫ নম্বর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি আইজীবীর সহকারি হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/১৫ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ