ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, জরুরি পরিস্থিতি ছাড়া আর কখনও বাংলাদেশে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হবে না।
তিনি আজ মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়নের পর্যালোচনা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের একথা জানান।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সভায় উপস্থিত ছিলেন।
আর কখনও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হবে কি না- জানতে চাইলে তারানা হালিম সাংবাদিকদের বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করতে চাই না, কখনই বন্ধ করতে চাই না। ‘আনলেস অর আনটিল’ এটা একেবারেই ইমার্জেন্সি। এছাড়া কখনও কোনোদিন কোনো সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ হবে না।
বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন