চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৬৬ জনকে আটক করেছে পুলিশ। এতে ১৪২ লিটার চোলাই মদ ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার গভীর রাতে বিভিন্ন উপজেলায় এ অভিযান চালায় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজি আবদুল আওয়াল।
তিনি বলেন, রাতভর অভিযানে জেলার সাতকানিয়া থেকে ১২০ লিটার, জোড়ারগঞ্জ থেকে ১০ ও পটিয়া থেকে ১২ লিটার মদ উদ্ধার করা হয়। এছাড়া চন্দনাইশ থেকে উদ্ধার করা হয় ১০০০ পিস ইয়াবা। তবে অভিযানে নিয়মিত মামলায় ১১ জন এবং সাজা পরোয়ানামূলে ৫৫ জনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর, ২০১৫/ রশিদা