স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশ সদস্যসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির এএসআই মিজানুর রহমান, কনস্টেবল খান এ আলম এবং সোর্স আল আমিন।
আজ মঙ্গলবার তাদের গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গত ২১ সেপ্টেম্বর হাজারীলেইনের দোলন কান্তি চৌধুরী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই ব্যবসায়ী থানায় একটি মামলা দায়ের করেন।
মঙ্গলবার দুপুরে নগরীর বন্দর এলাকা থেকে আল আমিন নামে একজনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে দুই পুলিশ সদস্যের নাম ওঠে আসে। পরে অভিযান চালিয়ে মিজান ও আলমকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন