বিজয় দিবসের অনুষ্ঠানে অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নিলে সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত থাকতে পারবেন না। তবে নির্বাচনী এলাকার বাইরে অনুষ্ঠান হলে সেখানে অংশগ্রহণে বাধা নেই।
এছাড়া অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকবে না এমন অনুষ্ঠানেও প্রার্থীরা উপস্থিত হতে পারবেন। তবে তারা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব সামসুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি মঙ্গলবার ২৩৪ পৌরসভার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করে সামসুল আলম বলেন, ‘নির্বাচনী বিধিমালাতে অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে। এসব বক্তিরা যাতে বিজয় দিবসের অনুষ্ঠানের নামে প্রার্থীর পক্ষে প্রচারণা না চালাতে পারেন তার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবে এমন অনুষ্ঠানে প্রার্থীরাও যেন উপস্থিত না থাকেন সেটিও বলা হয়েছে। তবে নির্বাচনী এলাকার বাইরে এবং অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন না এমন অনুষ্ঠানে প্রার্থীদের উপস্থিতিতে বাধা নেই। তবে তারা কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না।
বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন